উপদেশঃ

*  ধুমপান নিষেধ
* বেশি পানি খাবেন, (যাতে কমপক্ষে ২ লিটার প্রস্রাব হয়)
* কিডনীর রোগীরা বিশেষজ্ঞের পরামর্শে পানি খাবেন।
* পাতে লবন খাবেন না।
* গরু ও খাসির মাংস যতটা সম্ভব কমখাবেন।
* (কিডনীর রোগী এবং যাদেও ইউরিক এসিড বেশি আছে তাদের জন্য )- গরু,খাসির মাংস নিষিদ্ধ। ডাল সিম বরবটি, মটরশুটি বাদ।
* শালগম, মুলা খাবেন না (অক্সলেট পাথরের জন্য)
* দুধ ও দগ্ধজাত খাবার কম খাবেন।
* প্রতি দুইমাস পরপর পূন নিরীক্ষার জন্য বিশেষজ্ঞের সাথে দেখা করুন।
* (৭ দিন/ ১০দিন) পর সেলাই করবেন।
* (১ মাস/২মাস) পর ষ্টেন্ট পেটের ভেতরের নল বের করার জন্য আসবেন। আসার সময়, Plain X-Ray KUB করে নিয়ে আসবেন। এই ছোট অপারেশনে ভর্তি হতে হয় না, অজ্ঞান করা লাগেনা। সাকুল্যে খরচ ৬০০০/- টাকা।
* হিষ্টো প্যাথলজী রিপোর্ট অনুযায়ী পরবর্তী চিকিৎসার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।
* (প্রষ্টেট অপারেশনের পর) ১ মাস পায়খানা নরম রাখবেন, ১ মাস পায়খানা- প্রস্রাবে চাপ দিবেন না। ১ মাস চেয়ারে বসে নামাজ পড়বেন।